তখন আমাদের ক্লাস এইট। হঠাৎ রুটিনে দেখি একটা নতুন ক্লাস জুড়ে গেছে। আমরা তো বেজায় রেগে গেছি স্যারদের ওপর ! ওই কঠিন কঠিন অঙ্ক, দাঁতভাঙা বিজ্ঞান, কিছুতেই পিছু না ছাড়া সংস্কৃত’র পরে আবারও একটা নতুন বিষয় পড়তে হবে?
গত কয়েক দশক ধরে প্লাস্টিক থেকে তৈরি নানা দ্রব্য আমাদের জীবন ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশ থেকে শুরু, তারপর সারাক্ষণই আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্লাস্টিক দ্রব্যের উপর নির্ভরশীল ।
ঠিক করেছিলাম একটা গল্প লিখব। এই সময়ের গল্প, না পাওয়া ভালোবাসার গল্প, পরিযায়ী শ্রমিকের গল্প, বিক্রি হওয়া সুন্দরবনের গল্প, আগুনে ঝলসে যাওয়া অযোধ্যার গল্প, বেকারত্বের গল্প, ঠিক করে রাগ টাও না করতে পারার গল্প।